শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ পৌর দৌলতপুর এলাকায় অবস্থিত এ কেন্দ্রের উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির।

সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত এবং এতিম শিশুদের মেধাবিকাশের মাধ্যমে কর্মক্ষেত্রে পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এই প্রথম এই কেন্দ্র।

সম্প্রতি শিবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে দুরুল হোদার বাড়িতে ১০০ জন বালক ও ১০০ জন বালিকাকে প্রশিক্ষণ ও পুনর্বাসন করার লক্ষ্যে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের জন্য ভাড়া নেয়া হয় এবং বাড়ির মালিকের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে ্উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক বেলায়েত হোসেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন প্রমুখ।

স/শা