শিবগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার দিনব্যাপি এসব বিতরণ করা হয়।

পাঁকা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ২০০ জন বন্যার্তদের প্রত্যেককে চার কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, আধা কেজি চিড়া ও আধা লিটার তেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার ম-ল, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, স্থানীয় এনজিও কমিটির সভাপতি তোহিদুল ইসলাম টিয়া, সাধারণ সম্পাদক মঈন আলী, পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানসহ এনজিও’র প্রতিনিধিগণ।

এছাড়া ২৫০ জন বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়। এরআগে গত বৃহস্পতিবার দূলর্ভপুর ইউনিয়নে ৮০ জন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

স/অ