শিবগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির শীর্ষক প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপণী অনুষ্ঠানে ইউএনও চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুসাম্মাৎ উম্মে কুলসুম, সহকারী পরিচালক সিরাজুম মুনির আফতাবী, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, যুব উন্নয়ন কর্মকর্তাসহ অন্যরা।

এর আগে তিনদিনের কর্মশালায় জীবনমান উন্নয়ন কর্মসূচির শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর ১৫০ জন প্রশিক্ষণে অংশ নেয়। এর মধ্যে রয়েছে কামার, কুমার ও নাপিতসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীরা।