সোমবার , ১৬ এপ্রিল ২০১৮ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিবগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
এপ্রিল ১৬, ২০১৮ ৭:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এনিয়ে শিবগঞ্জ থানায় লিখিত সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৬৬৫, তারিখ ১৪-০৪-১৮) করেছেন শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা।

সাধারণ ডায়েরি বলা হয়েছে, শনিবার দুপুর আড়াইটার সময় উপজেলার পাঁকা ইউনিয়নের চর পশ্চিম পাঁকার নুরুল ইসলামের ছেলে ওবাইদুল ইসলাম রিপন নামে একটি ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে নিজ টাইমলাইনে পোস্ট করে। পরে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের নজরে এলে ক্ষোভের সঞ্চার হয়।

এরপর ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা বাদি হয়ে ওবাইদুর রহমান রিপনকে একমাত্র অভিযুক্ত করে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এদিকে ঘটনার পর থেকে শিবগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত রিপনকে আটক করতে মাঠে নেমেছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম বলেন, এঘটনায় তদন্তে রয়েছি পুলিশ, অভিযোগ প্রমাণিত হলে রিপনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর