শুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিবগঞ্জে পেট্রল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১টি ইউনিট

Paris
সেপ্টেম্বর ৯, ২০১৬ ১১:০৮ অপরাহ্ণ
শিবগঞ্জে পেট্রল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১টি ইউনিট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বগুড়া-জয়পুরহাট মহাসড়ক সংলগ্ন কিচক বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত অনুমান ৮টার দিকে কিচক পেট্রোল পাম্পে আগুন লাগে। এতে আগুন পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর থেকে বগুড়া-জয়পুরহাট মহাসড়কে সব ধরনের যান চলা বন্ধ রয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইউনুছ আলী জানান, আগুন নেভাতে বগুড়া, জয়পুরহাট, পাঁচবিবি, সোনাতলা, গোবিন্দগঞ্জের দুইটি করে ও সারিয়াকান্দির একটি মোট ১১টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

সূত্র: বাংলানিউজ

সর্বশেষ - রাজশাহীর খবর