শিবগঞ্জে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষে স্থানীয় শিল্প ও বণিক সমিতি এবং পেঁয়াজ আড়তদার-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ।

জেলার পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্দেশনায় শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামীকাল রোববার সকাল থেকে পেঁয়াজের আড়তে অবস্থিত পেঁয়াজ নায্যমূল্যে বিক্রি করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন আড়তদার ও ব্যবসায়ীরা। একই সঙ্গে বাজার স্থিতিশীল ও নায্যমূল্যে পেঁয়াজ বিক্রির লক্ষে মাইকিং করে জনসচেতনতা বাড়ার প্রতিশ্রুতি দেন তারা।

এতে শিবগঞ্জ থানা পুলিশ এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির একটি টিম খুচরা-পাইকারি বাজার তদারকি করবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। এ সময় শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুর রহিম রানা, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী ও আড়তদাররা উপস্থিত ছিলেন।