শিবগঞ্জে পৃথক অভিযানে ২৬০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট সোলায়মান ডিগ্রি কলেজের সামনে থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টার দিকে কানসাট সোলায়মান ডিগ্রি কলেজের সামনে থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ উপজেলার উমরপুর গ্রামের আতাউর রহমানের ছেলে সারোয়ার জাহান (২২) কে হাতেনাতে আটক করা হয়।

অপরদিকে একই সময় মনাকষা বিওপির স্পেশাল টাস্কফোর্স দল বিনোদপুর ইউনিয়নের খোন্দা মাস্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার এবাদত বিশ্বাসটোলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইব্রাহিম (২৫) কে ১৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে। এছাড়া ওয়াহেদপুর বিওপির স্পেশাল টাস্কফোর্স দল সীমান্ত পিলার ১৩/৩ এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়নের হলুদিয়া ঘাট নামক এলাকায় অভিযান পরিত্যক্ত অবস্থায় ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স/শা