শিবগঞ্জে পুকুরকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে একটি পুকুর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপে মারপিটে নারীসহ তিনজন আহত ও পাহারাদারের ঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

বুধবার আহত হারুন অর রশিদ বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামিকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার আসামিদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

প্রসঙ্গত, তিন বছর পূর্বে সোনাপুর গ্রামের একটি পুকুর ১১ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষাবাদ করে আসছে। কিন্তু সোনামসজিদের সালামপুর এলাকার শফিকুলসহ কয়েকজন ব্যক্তি তাকে হুমকি ধামকি দিয়ে আসিতেছিল। গত ২৪ জানুয়ারী গভীর রাতে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ শফিকুলেরা তার ওপর হামলা চালায়। এতে হারুন অর রশিদ (৩৫), স্ত্রী হ্যাপি বেগম (৩০) ও পাহারাদার সাকির আলী (৫০) গুরত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন।

এছাড়া পাহারাদারের টিনসেডের ঘওে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষরা। এতে আসবাবপত্রসহ জিনিসপত্র পুড়ে ভম্মিভূত হয়।

স/অ