শিবগঞ্জে নৌকার পক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের একাত্বতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
কনকনে ঠান্ডা শীতকে উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাতে কানসাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক কুনাল মুর্খাজীর সভাপতিতে বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার গড়গড়িয়া, সম্পাদক প্রশান্ত কুমার দাস, প্রবীণ নেতা রানিবাড়ি চাঁদপুর আদি দূর্গা মন্দিরের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি চিত্তরঞ্জন কর, কানসাট গঙ্গা¯œান আশ্রম কমিটির সভাপতি সবোধ দত্ত, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম ও ছত্রাজিতপুর মন্দিরের সহসভাপতি তমাল সিংহসহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা
উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।

মতবিনিময় সভায়- ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে একত্বতা ঘোষণা করেন শিবগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। মতবিনিময়- শিবগঞ্জ পৌর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেয়।

এছাড়া সভায় নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন- হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নৌকা প্রতীকের পক্ষে একাত্বতা ঘোষণা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা
প্রতীকের জন্য কাজ করার আহবান জানান। অপরদিকে সোমবার সকালে ছত্রাজিতপুর আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী সভা শেষে মোটরসাইকেল শোডাউন বের হয়। নির্বাচনী সভায়- বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ছবিসহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সভায় আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট দিবেন। পরে একটি মোটরসাইকেল শোডাউন পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করে।

স/শা