শিবগঞ্জে নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চক নরেন্দ্র এলাকার মল্লিকপুর ঘাটে গ্রামবাংলার নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চক নরেন্দ্র এলাকায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চক নরেন্দ্র নৌকাবাইচ প্রতিযোগিতা কমিটি।

নৌকাবাইচ প্রতিযোগিতা কমিটির সভাপতি আলহাজ্ব কলিমুদ্দীন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।

নৌকাবাইচ প্রতিযোগিতা কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির ববক্তৃতা করেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন কবির, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিউলি বেগম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, আ.লীগ নেতা ফজলুর রহমান, আবু জাফর লালানসহ অন্যরা। নৌকাবাইচ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় আ. লীগ নেতা আনোয়ারুল হাসান আনু মিঞা।

প্রতিযোগিতায় উপজেলার ১২টি দল অংশ নেয়। ফাইনালে সোহবুল মাঝির দল প্রথম হয়। এছাড়া দ্বিতীয় স্থান লোকমান মাঝির দল ও তৃতীয় বিফল মাঝির দল।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

স/অ