শিবগঞ্জে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইলিশের দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইলিশ মাছ ধরার ক্ষেত্রে তেমন কোনো তফাৎ দেখা যায়নি শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীসহ বিভিন্ন এলাকায়। কারণ এবছর মৎস্য বিভাগের জনবল সংকট ও অন্যান্য বিভাগের প্রশাসনিক সহযোগিতার অভাবে পদ্মা নদীসহ বিভিন্ন এলাকায় ইলিশ মাছ শিকার ও বিক্রি বরাবরই স্বাভাবিক ছিল।

উপজেলার মনাকষা, বিনোদপুর, দূর্লভপুর, পাঁকা, উজিরপুর, ছত্রাজিতপুরসহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে ও গ্রামে ঘুরে মাছ বিক্রেতা ও ক্রেতার সাথে আলোচনা করে জানা যায়, নিষিদ্ধকালীন যে ছোট ইলিশ মাছ কেজি প্রতি ৬০ টাকা ও বড় ইলিশ মাছ কেজি প্রতি ২০০ টাকা ছিল।

এর বিপরীতে বৃদ্ধি পেয়ে ছোট ইলিশ ২০০ টাকা কেজি ও বড় ইলিশ মাছ ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরণ কুমার ম-ল জানান, গেল ২২ দিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার ক্যারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

সেই সাথে ৩৩০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া দুইজন জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

স/অ