শিবগঞ্জে দরিদ্রদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
গোটাবিশ্বের মতো বাংলাদেশও করোনাভাইরাসের রোষানলে। এর প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে নিজবাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে সরকার।
দেশের মানুষ কার্যত ঘরে বন্দি। এই বন্দিদশার কারণে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন দিন এনে দিন খাওয়া হতদরিদ্র মানুষ। এসব দরিদ্র মানুষদের জন্য ত্রাণ সহায়তা চালু করেছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যে কারণে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ।
তারা গরিব অসহায় নিম্নবিত্ত পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী চাল, ডাল, পেঁয়াজ, তেল বিতরণ করেছে।
ওসি তদন্ত আতিকুল ইসলাম জানান, রোববার শিবগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ সব সামগ্রী তুলে দেন ওসি শামসুল আলম শাহ।এ সময় পুলিশের অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস মোকাবেলায় শিবগঞ্জ থানা পুলিশ পুরো শক্তি নিয়ে মাঠে কাজ করছে। অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হবার অনুরোধও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সবাইকে গরিব-অসহায় নিম্নবিত্ত পরিবারগুলোর পাশে থাকার আহবান জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ।
স/অ