শিবগঞ্জে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তীউদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।মঙ্গলবার(১৪ ডিসেম্বর) বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা ক্রীড়াসংস্থার আয়োজনে প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় শাহাবাজপুর দল ৩২-২৭ পয়েন্টে মোবারকপুরকে, মনাকষা দল ৩৫-২৮ পয়েন্টে শ্যামপুরকে,ধাইনগর দল ৫০-৪২ পয়েন্টে বিনোদপুরকে, কানসাট দল ৪৭-২৫ পয়েন্টে দাইপুখুরিয়াকে, ছত্রাজিতপুর দল ২৩-২২ পয়েন্টে ঘোড়াপাখিয়াকে ও চককীর্তি দল ৩৬-৩০ পয়েন্টে দূলর্ভপুরকে হারায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেনসহ অন্যরা।

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ই ডিসেম্বর।

জেএ/এফ