শিবগঞ্জের শ্যামপুরে দুটি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে দুটি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

শুক্রবার বিকেলে এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে কানসাট খাসেরহাট জিসি শ্যামপুর নারীকল্যাণ উচ্চ বিদ্যালয় হতে পূর্বশ্যামপুর পূর্ব শ্যামপুর উচ্চ বিদ্যালয় ভায়া হাজারবিঘী গ্রাম পর্যন্ত এবং চৌধুরীপাড়া হতে দুর্লভপুর পর্যন্ত দুটি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেস্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমল হক বাদশা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পাভেল, কানসাট ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, শ্যামপুর হাজি মমতাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ, যুবলীগ নেতা আতিকুল ইসলাম ডিউক চৌধুরী প্রমূখ।

পরে পূর্ব শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিবের সভাপতিত্বে মোহা. গোলাম রাব্বানী এমপিসহ অন্যরা।

স/অ