শিবগঞ্জের মরদানায় ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা: আটক দুজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
শিবগঞ্জ পৌরসভা এলাকার ৯ নং ওয়ার্ডের সন্ত্রাসের জনপদ মরদনা গ্রামের বাবুনপাড়ার একটি বাড়ীতে ককটেল বিস্ফোরনের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। শিবগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতেই মামলাটি দায়ের করেন।
মামলায় ঘটনাস্থল থেকে আটক দুইজনসহ এজাহার নামীয় ২০ জন ও আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাত আসামী করা হয়েছে।
ঘটনাস্থল থেকে আবদুল কাদিরের ছেলে জেনারুল (৩৫), আমজাদের ছেলে সাউদুর (৪৩) কে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার দুপুর সাড়ে ১২টার সময় মরদনা গ্রামের বাহার আলীর ছেলে আলী সাহেবের বাড়ির ভিতরে ঘরের মধ্যে কাঠের বাক্সে রক্তিত ককটেল বিস্ফোরন ঘটে। ফলে তার বাড়ির ২টি কক্ষের ইটের দেয়াল ভেঙ্গে পড়ে এবং টিনের চাল পুড়ে যায়।
শিবগঞ্জ থানার ওসি মো: হাবিবুল ইসলাম হাবিব মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসের জনপদকে শান্তির জনপদে কাজ শুরু করেছে পুলিশ। যে কোন মূল্যে বোমাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমূখি করা হবে।
তিনি আরও জানান,আসামীদের ধরতে শনিবার রাত থেকেই বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
স/শ