শিগগিরই বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার। এবার প্রথমবারের মত নেয়া হবে গৃহকর্মীও। শিগগিরই শ্রমিক নেয়ার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে সফররত মালয়শিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী।

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক যাওয়া বন্ধ রয়েছে। এরপর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার অবস্থান নেয়ায় অনেক প্রবাসী বিপাকে পড়ে যায়। আলোচনা চলতে থাকে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে। অবশেষে তার ইতিবাচক ফল মিলতে যাচ্ছে। খুব শিগগিরই বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া শুরু করবে মালয়শিয়া। তবে, কতজন বা কোন প্রক্রিয়ায় শ্রমিক নেয়া হবে তা চূড়ান্ত হয়নি।

এর আগে সফররত মালয়শিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, রোহিঙ্গাদের বিষয় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে মালয়শিয়া।

২৫ ফেব্রুয়ারি মালয়শিয়া বাংলাদেশের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো চূড়ান্ত হবে।