বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিক্ষার্থীদের নিপীড়ন, ইবি শিক্ষককে বিভাগীয় কাজ থেকে অব্যাহতি

Paris
অক্টোবর ২৩, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, রেজাল্টে নাম্বার কমিয়ে দেওয়া, ছাত্রীদের পোশাক নিয়ে বাজে মন্তব্য, সমকামিতা ও মানসিক অত্যাচারসহ নানা গুরুতর অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির তদন্তকার্য চলমান রয়েছে।

তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে- হাফিজুল ইসলামের বিরুদ্ধে সংঘটিত শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং তাদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির কাজ চলমান রয়েছে। তাই তদন্ত কার্যক্রমের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে বিভাগের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্তসহ বিভাগীয় সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এর আগে গত ৭ অক্টোবর ওই শিক্ষকের অপসারণ দাবিতে প্রধান ফটক অবরোধ করে বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে উপাচার্যের কাছে তারা লিখিতভাবে ২৭ দফা অভিযোগ করেন ও মৌখিকভাবে ঘটনার বর্ণনা করলে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠিত হয়। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

এদিকে তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকার দিতে মঙ্গলবার হাফিজুল ইসলামের ক্যাম্পাসে আসার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে তিনি ক্যাম্পাসে আসেননি। এদিন তাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ওই শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেন বিভাগের শিক্ষার্থীরা।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - শিক্ষা