শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তানোরে মানববন্ধন

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির শিক্ষকরা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

মঙ্গলবার সকালে শিক্ষকদের একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তানোর থানা মোড়ে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। পরে উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির তানোর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মকসেদুর রহমান, সাধারণ সম্পাদক অনুকুল চন্দ্র ঘোষ, তানোর শিক্ষক সমিতির সভাপতি জিল্ল্ুর রহমান, শিক্ষক আহসান হাবিব, তানোর বিএম কলেজের অধ্যক্ষ ইলিয়াস মৃধা, কোয়েল কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

স/আ