শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিতে ঘুষ লেন-দেন করলে ব্যবস্থা: এমপি বকুল

বাগাতিপাড়া প্রতিনিধি:

শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি নিতে ঘুষ লেন-দেন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
শনিবার বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজে আয়োজিত এক সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ হুঁশিয়ারী দেন তিনি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি নিতে যদি কেউ কোনো প্রকার ঘুষ চায় তবে আমাকে জানাবেন। আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এছাড়াও তাঁর নির্বাচনী এলাকায় চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন জানিয়েছেন তিনি। মাদক ব্যবসায়ীরা এলাকায় যেন বাসা বাঁধতে না পারে সে বিষয়ে পুলিশ প্রশাসনসহ সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছে জানিয়ে তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, জাসদ নেতা শ্যামল কুমার রায় , অধ্যক্ষ ড. নূরুল ইসলাম প্রমুখ।

স/শা