বুধবার , ১০ নভেম্বর ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শাহিন আফ্রিদিকে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া!

Paris
নভেম্বর ১০, ২০২১ ৭:৩৭ অপরাহ্ণ

আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই দারুণ বোলিং করে যাচ্ছেন পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি।

নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রত্যাশার চেয়েও ভালো বোলিং করেন ২১ বছর বয়সী এই তরুণ।  সেই ম্যাচে তার শিকার হয়ে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। তাকে এলবিডব্লিউ করেন শাহিন।  ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই ভারতীয় আরেক ওপেনার লোকেশ রাহুলের স্টাম্প ভেঙে দেন বাঁ-হাতি এই পেসার।

মাত্র ৬ রানে দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ভারত। সেই চাপ সামলিয়ে দলকে খেলায় ফেরানো অধিনায়ক বিরাট কোহলিকেও আউট করেন আফ্রিদি। তার বিধ্বংসী বোলিংয়ের কারণে ৭ উইকেট হারিয়ে ১৫১ রানে ইনিংস গুটায় ভারত।  মামুলি স্কোর তাড়ায় ১০ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান। ৩১ রানে ভারতের প্রথমসারির তিন ব্যাটসম্যানকে আউট করে ম্যাচ সেরা হন শাহিন শাহ আফ্রিদি।

এরপর নিউজিল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে একটি করে উইকেট শিকার করেন শাহিন। বৃহস্পতিবার সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তানের এই তরুণ পেসারকে নিয়েই বেশি চিন্তিত অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, শাহিন আফ্রিদি চলতি টুর্নামেন্টের শুরু থেকেই পাকিস্তানের হয়ে দারুণ ফর্মে আছেন। আমার কোনো সন্দেহই নেই তার বল ফেস করা কঠিন হবে।

তিনি আরও বলেন, আমি মনে করি এই টুর্নামেন্টে পাওয়ারপ্লেটা ব্যাটিং আর বোলিং দুটোর জন্যেই বেশ গুরুত্বপূর্ণ। মাঝের ওভার আর ডেথ ওভারগুলো প্রায় কাছাকাছি। পাওয়ারপ্লেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা