শাহরুখের সঙ্গে যে সম্পর্কে বাঁধা আনুশকা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বর্তমান বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। আর শাহরুখ খান অনেক আগেই নিজেকে বলিউড বাদশাতে পরিণত করেছেন। শাহরুখের বিপরীতের অভিনয়ের মধ্য দিয়েই আনুশকার বলিউড যাত্রা হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবার দুজন একসঙ্গে জুটি বাঁধছেন। এ সময় আনুশকা জানালেন শাহরুখের সঙ্গে তার সম্পর্কের রূপটি কেমন।

শাহরুখের বিপরীতে ‘রাব নে বানাদে জোড়ি’-তে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আনুশকার পা পড়ে। এরপর উভয়ে আবার জুটি বাঁধেন ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে। এবার দুজনে ইমতিয়াজ আলির ‘দ্য রিং’ ছবিতে অভিনয় করছেন। শাহরুখের সঙ্গে দর্শনগত মিল রয়েছে বলে মনে করেন আনুশকা। দর্শনগত মিল থাকার কারণেই তাদের বন্ধুত্বের বন্ধন অনেক দৃঢ়। জানালেন, ‘শাহরুখ খুব বুদ্ধিমান মানুষ এবং তাকে খুব শ্রদ্ধা করি। তিনি বলিউডের বাইরে থেকে এসে নিজের অবস্থান গড়ে তুলেছেন। এ অবস্থান চিরদিন থাকবে। আমিও বাইরে থেকে এসেছি, ফলে জানি এটা কতো কষ্টকর।’

২৮ বছরের আনুশকা জানান, শাহরুখের সঙ্গে খুব নিয়মিত দেখা-সাক্ষাৎ না হলেও যখনই হয় তা খুব আনন্দের হয়। এ সময় নিজের সাবেক প্রেমিক রণবীর কাপুরের কথাও চলে আসে। বলেন, ‘রণবীরের সঙ্গে দেখা হলে আমরা একে অপরের সঙ্গে পায়ে পা মাড়িয়ে ঝগড়া ও বিরক্ত করি। কিন্তু শাহরুখের সঙ্গে বিষয়টা অন্যরকম। আমরা দর্শনগতভাবেই একে অপরের সঙ্গে বাঁধা। যখনই আমাদের দেখা হয় আমরা বলিউড কিংবা অন্য কোনও মানুষ নিয়ে কথা বলি না। আমরা সব সময় জীবন নিয়ে কথা বলি। তার (শাহরুখ) কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। অভিব্যক্তি প্রকাশের দারুণ একটি মন আছে তার। যখন তার সঙ্গে কথা বলি নিজেকে আমার অত্যন্ত সুখী মনে হয়। ’

নিজের সম্পর্কে আনুশকা বলেন, “আমি খুব রক্ষণাত্মক মানুষ। নিজেকে সাধারণত খুব সহজে মেলে ধরি না। কিন্তু আমি তার সঙ্গে এমন অনেক কথাই বলতে পারি যা অন্য কারও সঙ্গে করি না। আমি রণবীরকেও অনেক কিছু বলি না, কারণ সে হচ্ছে ‘অল ইন্ডিয়া রেডিও’। কিছু বললেই তা সবাইকে বলে বেড়ায়। কিন্তু শাহরুখের সঙ্গে আমি অভিনেত্রী হিসেবে আমার অনুভূতি, ক্যারিয়ার ও জীবন নিয়ে নির্দ্বিধায় কথা বলতে পারি। এটা খুব আনন্দদায়ক সম্পর্ক।”

জাবতাক হ্যায় জান: শাহরুখ ও আনুশকাইমতিয়াজ আলির ছবিতে শাহরুখ ও আনুশকা প্রথমবারের মতো অভিনয় করছেন। ‘দ্য রিং’ নামের এ ছবি নিয়ে বেশ আশাবাদী আনুশকা। জানালেন, ‘প্রতিটি ছবিতেই আমাদের স্বাচ্ছন্দ্যের মাত্রা বেড়েছে। ইমতিয়াজের ছবি মানেই চরিত্র। ফলে একে অপরের সঙ্গে স্বাচ্ছন্দ্য হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাজের ক্ষেত্র ভিন্ন হতে পারে কিন্তু যখন ইমতিয়াজের ছবিতে অভিনয় করি তখন আমরা ভিন্ন আলোয় নিজেদের দেখি। আমি মনে করি,ছবিটি খুব চমৎকার হবে।’

সূত্র : বাংলাট্রিবিউন