শাহরিন ও শাহীনের অপারেশন আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নেপালের ত্রিভূবন বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তে আহত ১০ জনের মধ্যে দেশে চিকিত্সাধীন তিন জনের অপারেশন করতে হবে বলে জানিয়েছেন চিকিত্সকরা। এ তিনজন হলেন শাহরিন আহমেদ, শাহীন বেপারী ও কবির হোসেন। আজ বুধবার শাহরিন আহমেদ ও শাহীন বেপারীর অপারেশন হওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিত্সক পার্থ শংকর পাল।
শঙ্কামুক্ত নন পাইলট আবিদের স্ত্রী
নেপালের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম টপি এখনো শঙ্কামুক্ত নন বলে চিকিত্সকরা জানিয়েছেন। ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতাল সূত্র জানায়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আফসানা খানমকে গত সোমবার নিবিড় পর্যবেক্ষণ ইউনিট থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার মস্তিষ্ক এখনো স্বাভাবিকভাবে কাজ করছে না। কৃত্রিম শ্বাস যন্ত্রের মাধ্যমে চলছে শ্বাস প্রশ্বাস।
ইত্তেফাক