শাহজালালে ভারতীয় নাগরিকের কোমরে মিলল ১২ কেজি স্বর্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় নাগরিকের কোমর থেকে সোয়া ১২ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ছয় কোটি ১৫ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে ব্যাংকক থেকে আসা থাই এয়ারলাইনসের টিজি-৩৩৯ ফ্লাইট থেকে তাকে স্বর্ণসহ আটক করা হয়।

আটককৃত আরশাদ আয়াজ আহমেদ (৪৬) পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (ডিসি) অথেলো চৌধুরী জানান, গোপন খবর পেয়ে টিজি-৩৩৯ ফ্লাইট থেকে নামার পর আরশাদ আয়াজকে অনুসরণ করেন কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা।

পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিভিন্ন ওজনের ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন ১২ কেজি ৩০০ গ্রাম।