শান্তির জন্য রশিদ খানের প্রার্থনা

আবারও জঙ্গি সংগঠন তালেবানদের দখলে চলে গেছে আফগানিস্তান। রাজধানী কাবুল দখলে নিয়েছে তালেবান। রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আফগানিস্তান এখন যেন মৃত্যুপুরী। অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তালেবানা শাসনের প্রথম আঘাতটাই আসবে মেয়েদের ওপর। তারা আদৌ স্কুলে যেতে পারবে কি-না কেউ জানে না। এমতাবস্থায় শান্তির জন্য প্রার্থনায় দেখা গেল দেশটির স্পিন মহাতারকা রশিদ খানকে।

আজ রবিবার সন্ধ্যায় টুইটারে রশিদ খান লিখেছেন ‘শান্তি’। শুধু এই একটি শব্দ লিখে পাশে দিয়েছেন প্রার্থনার ইমোটিকন। সেই সঙ্গে আছে আফগানিস্তানের জাতীয় পতাকার ছবি।

দুই দিন আগেই রশিদ খান আফগানিস্তানকে বাঁচাতে বিশ্বনেতাদের কাছে অনুরোধ করে লিখেছিলেন, ‘প্রিয় বিশ্বনেতাগণ, আমার দেশ এখন মহাবিপদে আছে। হাজার হাজার নিরীহ মানুষ, নারী ও শিশুরা প্রতিদিন হত্যার শিকার হচ্ছে। মানুষের ঘরবাড়ি, সম্পদ ধ্বংস করা হচ্ছে। হাজার হাজার মানুষ ঘর হারিয়েছে। আমাদের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে ফেলে যাবেন না। আফগানদের হত্যা করা, আফগানিস্তানকে ধ্বংস করা এখনই আটকান। আমরা শান্তি চাই।’

 

সূত্রঃ কালের কণ্ঠ