শান্তিপূর্ণ পরিবেশে ইবির দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:
‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা দ্বিতীয় দিনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর দেড়টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত তিন শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষঅ চলাকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেণ উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। সাথে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম. আব্দুল লতিফ প্রমূখ।

এবারের ভর্তি পরীক্ষায় ৩৩টি বিভাগে ২,২৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। ‘ডি’ ইউনিটে ২৫০টি আসনের বিপরীতে ১৬,৭০২টি আবেদনপত্র জমা পড়েছে।

আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই শিফটে ‘জি’ ইউনিট এবং দুপুর দেড়টা থেকে বিকাল আড়াইটা ও বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দুই শিফটে ‘এইচ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স/শ