শাটল ট্রেনে যান্ত্রিক ত্রুটি, ১৫ মিনিট পেছালো চবি’র ভর্তি পরীক্ষা

সিল্কসিটি নিউজ ডেস্ক :
সোমবার (২২ মে) সকাল ৮টা ১৫ মিনিটের শাটল ট্রেন সকাল ৯টা ১৫ মিনিটে ক্যান্টনমেন্ট স্টেশনে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সেটি ৯টা ৪২ মিনিটে যাত্রা শুরু করে ১০টা ৮ মিনিটে ক্যাম্পাসে এসে পৌঁছায়।

পরীক্ষার সময় ১৫ মিনিট পেছানোর বিষয়টি  নিশ্চিত করেন ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের কো-অর্ডিনেটর সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে ১৫ মিনিট পরে শুরু করা হয় পরীক্ষা।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ১৫ মিনিট পরে পরীক্ষা শুরু হয়।