শহীদ মিনারে ফুল দিতে নেতার স্লোগান: আক্কেলপুরে আ’লীগ নেতাদের হাতাহাতি

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে আক্কেলপুর কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পস্তবক অর্পন ও শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে হাবিবুর রহমান (২১) নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানায়, মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলা ও পৌর আওয়ামীগের নেতা-কর্মীরা কলেজ বাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্রো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। সেখান থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে রেলষ্টেশন এলাকায় কেন্দ্রীয় শহীদমিনারে আসার পথে ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার ও সাধারণ সম্পাদক পৌরমেয়র অবসর চৌধুরী এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, মোকছেদ ও অবসর ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোাগান দেওয়া হয়।

এ ঘটনায় মিছিলে থাকা কিছু দলীয় নেতা-কর্মী ক্ষুব্ধ হন। কেন্দ্রীয় শহীদমিনারে পৌঁছার পর উপজেলা ও পৌর আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শহীদমিনার চত্ত্বরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।

পরে কেন্দ্রীয় শহীদমিনার থেকে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাব রেজিষ্টার কার্যালয়ে যাওয়ার সময় রেলগেট এলাকার তিনমাথা মোড়ে তাঁদের ধাওয়া দেয় দলটির কিছু নেতা-কর্মী। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সেখানে এসে দলীয় নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর অভিযোগ করে বলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির ইন্ধনে পৌর আওয়ামী লীগের কিছু উশৃঙ্খল নেতা-কর্মী আমাকে টার্গেট করে এ ঘটনাটি ঘটিয়েছে।

পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আঃ রহিম স্বাধীন মাস্টার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ২১ ফের্রুয়ারি মাতৃভাষা দিবসে ব্যক্তিগত শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পৌর আওয়ামী লীগের কোন নেতা-কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় শহীদমিনারে দলীয় নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে তবে এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি।
স/শ