শহীদদের স্মরণে পত্নীতলার হালিম নগর গণকবরে শ্রদ্ধানিবেদন

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলার হালিম নগর গণকবরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধানিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাসদ পত্নীতলা এর উদ্যোগে রবিউল টুডুর সভাপতিত্বে বুধবার সকাল ৯টায় হালিম নগর গণকবরে শহীদদের স্মরণে শ্রদ্ধানিবেদন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল,মঙ্গল কিসকু,দেবলাল টুডু এবং পাকিস্তানী হানাদার বাহিনীর হত্যাকান্ড থেকে বেঁচে যাওয়া গুলু মর্মু,বাবলু উরাও ও তারামনি প্রমূখ।

১৯৭১ সালের ৩০ নভেম্বর মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনী ৩৬ জন আদিবাসী মুক্তিযোদ্ধাকে সারিবদ্ধ করে ব্রাস ফায়ার করে নির্মম ভাবে তাদের হত্যা করে। এবং যে ৮ জন বেঁচে যায় তারাও আদিবাসী।

স/অ