সোমবার , ৯ মে ২০২২ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শরীফুল-জয় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কিংবদন্তি : লঙ্কান কোচ

Paris
মে ৯, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

নাভিদ নেওয়াজের অধীনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন বাংলাদেশের যুবারা। সেই বিশ্বকাপজয়ী দলে ছিলেন মাহমুদুল হাসান জয় এবং শরীফুল ইসলাম। বর্তমানে দুজনই খেলছেন জাতীয় দলে। এর মধ্যে পেসার শরীফুল তো তিন ফরম্যাটেই নিজের জায়গা মোটামুটি পাকা করে ফেলেছেন।

সেই নাভিদ নেওয়াজ এবার বাংলাদেশ সফরে এসেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে। সাবেক শিষ্যদের নিয়ে তার কণ্ঠে শোনা গেল উচ্ছ্বাস।

গতকাল বাংলাদেশে পৌঁছে আজ সোমবার থেকে মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা দল। তবে সেই অনুশীলনের ধারেকাছেও সাংবাদিকদের যেতে দেওয়া হয়নি।  অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নাভিদ নেওয়াজ। বাংলাদেশে কোচিং করানোর স্মৃতি নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে চার বছর খুব উপভোগ করেছি। দারুণ ছিল। আমার মনে হয় আমার চার বছরে বাংলাদেশকে কিছু দিতে পেরে পেশার প্রতি সুবিচার করতে পেরেছি। ‘ kalerkantho

ছবি : কালের কণ্ঠ

নাভিদের সাবেক দুই শিষ্য মাহমুদুল আর শরীফুল আসন্ন টেস্ট সিরিজের দলে আছেন। তবে চোটাক্রান্ত শরীফুল শেষ পর্যন্ত খেলবেন কি না সন্দেহ আছে। তাদের নিয়ে নাভিদ বলেন, ‘যেকোনো পরিস্থিতি সামলানোর জন্য তাদের যথেষ্ট স্কিল  আছে। আমি থাকা বা না থাকায় কিছু যায়-আসে না। তারা আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন দেশে গিয়ে মানিয়ে নিতে হবে তাদের। আশা করি, তারা একদিন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি হবে। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা