শনিবার চতুর্থ লাইভস্টক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রাণিসম্পদ সেক্টরে দৃষ্টান্তমূলক ও অনুকরণীয় কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ লাইভস্ট সোসাইটি চতুর্থ লাইভস্টক অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বিএলএস) সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের প্রফেসর ড. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে এ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

এর মধ্যে প্রাণিসম্পদ সেক্টরে দৃষ্টান্তমূলক ও অনুকরণীয় কাজের স্বীকৃতি স্বরুপ চতুর্থ লাইভস্ট সোসাইটি অ্যাওয়ার্ড বিভিন্ন ক্যাটাগরিতে ১৩জন রয়েছেন। এছাড়া আগামি সাত ডিসেম্বর (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল মিলানায়তনে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে চতুর্থ লাইভস্ট সোসাইটি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাবির ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের সভাপতি  প্রফেসর ড. এমএম কামরুজ্জামান, লাইভস্ট সোসাইটির সাধারণ সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম, কোষাধক্ষ্য এনামুলক হক, বেটার-নেচার অ্যান্ড লাইভ সোসাইটির চেয়ারম্যান হাসিবুল হাসান নান্নু, কৃষিবিদ ইসমাইল হক, ডাক্তার রিয়াজুল ইসলাম, জাকির হোসেন, রোকনুজ্জামান, আবদুল মান্নান, জাহিদ হাসান প্রমুখ।

 

স/আ