শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ শতাংশেরও বেশি

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যানুপাতে সুস্থ রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১০২টি পরীক্ষাগারে ১৪ হাজার ২৪৪টি নমুনা সংগ্রহ করা হয় ও ১৪ হাজার ১৬৪টি পরীক্ষা করা হয়। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৫৭ জন।

একই সময়ে দেশের আট বিভাগে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দুই হাজার ৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬০হাজার ৭৯০ জন। করোনাভাইরাসে নতুন শনাক্ত রোগীর বিবেচনায় গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭৪ দশমিক ০৫ শতাংশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস-বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা দুই হাজার ৭৩ জন রোগীর মধ্যে সর্বাধিক সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে, এক হাজার ৮৮ জন। ময়মনসিংহে সর্বনিম্ন, ১৪ জন। গত ২৪ ঘণ্টায় অন্যান্য বিভাগের রোগীদের মধ্যে চট্টগ্রামে ২৭৯ জন, রংপুরে ৮০ জন, খুলনায় ২২২ জন, বরিশালে ৫৮ জন, রাজশাহীতে ২৮৬ জন এবং সিলেট বিভাগে ৪৬ জন সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৮ হাজার ৯১৬ জনে। নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ২১ হাজার ২৭০টি।

 

সূত্রঃ জাগো নিউজ