শততম টেস্ট খেলতে নামলেন লায়ন

ব্রিসবেনের গ্যাবায় আজ থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্ট। অস্ট্রেলীয় স্পিনার নাথান লায়নের এটি শততম টেস্ট। ত্রয়োদশ অস্ট্রেলীয় খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলছেন তিনি।

২০১১ সালে শ্রীলঙ্কার গলে টেস্ট অভিষেক হয় লায়নের। এ পর্যন্ত ৯৯ টেস্টে ৩১.৯৮ গড়ে ৩৯৬  উইকেট শিকার করেছেন এই অফস্পিনার। ব্যাট হাতে ১২.০৯ গড়ে করেছেন ১০৬৪  রান।

এই টেস্টে বল হাতে এখনো অবশ্য নামেননি লায়ন। টসে জিতে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৬৮ রান। মার্নাস লাবুশানে ৮৩ ও ম্যাথু ওয়েড ৩১ রানে ব্যাট করছেন।

চার  ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতায় আছে। অ্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ও মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ভারত জয় লাভ করে। সিডনিতে সিরিজে তৃতীয় টেস্টটি ড্র হয়েছে। ব্রিসবেন টেস্টটি তাই সিরিজ নির্ধারণী হিসেবে পরিণত হয়েছে।

 

সুত্রঃ কালের কণ্ঠ