লোকেশ রাহুলকে নেতা বলে মনেই হয় না : জাদেজা

দুই মৌসুম ধরে পাঞ্জাব কিংসের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন লোকেশ রাহুল। জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন। টি-টোয়েন্টিকে কোহলির পরবর্তী অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পাশাপাশি রাহুলের নামও শোনা যাচ্ছে। কিন্তু চলতি আইপিএলে তার দল পাঞ্জাব প্লে-অফ থেকে বলতে গেলে ছিটকে গেছে। চাপের মুহূর্তে তার দল বারবার ভেঙে পড়েছে। এমন মুহূর্তে ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা মন্তব্য করেছেন যে, তার মনেই না যে রাহুল একজন অধিনায়ক!

ক্রিকবাজকে অজয় জাদেজা বলেন, ‘রাহুলের দিকে যদি তাকান, সে দুই বছর ধরে পাঞ্জাব দলের অধিনায়ক। আমার কখনোই মনে হয় না, সে একজন নেতা। এই দলটা ভালো সময় কাটাক বা খারাপ, কখনোই তাকে আলাদা করে বোঝা যায় না। কাউকে ভারতের অধিনায়ক করা হয় তার দর্শন ও ব্যক্তিত্ব দিয়ে। কারণ, তাকে নেতা হতে হবে। রাহুলের মধ্যে আমি এখনও তা দেখিনি। কারণ, সে মৃদুভাষী ও সবকিছুই মেনে নেয়। সে কখনও অধিনায়ক হলে, অবশ্যই অনেক দিন টিকে থাকবে। কারণ, যে লোক সবকিছু মেনে নেয়, সে এই জায়গায় টিকে থাকতে পারে।’ kalerkantho

 

জাদেজা আরও বলেন, ‘একজন অধিনায়কের কিছু গুণাবলী থাকা উচিত। আমি তার ধরন বা দর্শনের সঙ্গে একমত হই বা না হই, ভারতের অধিনায়কের অন্তত কিছু একটা দর্শন থাকা উচিত। কারণ, আইপিএল দল ও ভারতীয় দলের অধিনায়কত্বের মধ্যে অনেক পার্থক্য। ব্যক্তিগতভাবে আমি তাকে জানি না। তার মাঝে ধোনির মতো স্থিরতা আছে। তাকে এখন নেতা হয়ে উঠতে হবে। লোকে অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে তর্ক-বিতর্ক করবে। কিন্তু রাহুলের ক্ষেত্রে আইপিএল দলেও তা হয় না। কারণ সে নিজে কোনো দায়িত্ব নেয়নি, অন্যদেরকে দল চালানোর সুযোগ দেয়।’

 

সূত্রঃ কালের কণ্ঠ