লেভান্তেকে নিয়ে ছেলে খেলায় মাতলো রিয়াল

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এমতাবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে লিগের ৩৬তম ম্যাচে লেভান্তের মুখোমুখি হয় রিয়াল। এই ম্যাচে দেখা গেল শিরোপা নিশ্চিত হলেও গোল ক্ষুধা যেন কমেনি বেনজিমা-ভিনিসিয়ুসদের। আর তাই তো লেভান্তের উপর ঝড় তুলেছে কার্ল আনচেলোত্তির দল। ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে লেভান্তেকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১৩ মিনিটে ফেরলান্ড মেন্ডির গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

লুকা মদ্রিচের থ্রু পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে মাপা শটে জাল খুঁজে নেন ফরাসি এই ডিফেন্ডার।

১৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন ফেদে ভালভারদে। বক্সের সামনে থেকে বেনজিমার নেওয়া শট গোলকিপার ফিরিয়ে দিলে ডান পাশ থেকে ভাস্কুয়েজের শট গোলমুখে ঠিকমত পা লাগাতে পারেননি উরুগুয়েন এই মিডফিল্ডার। ১৯ মিনিটে ব্যবধান বাড়ান করিম বেনজিমা। বাম প্রান্ত থেকে ভিনিসিয়ুসের ক্রসে দূরের পোস্টে হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার ২৭তম গোল।

৩৪ মিনিটে রদ্রিগোর গোলের ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। লুকা মদ্রিচের বাড়ানো বলে গোলমুখে আলতো টোকায় বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বিরতিতে যাওয়ার আগেই চতুর্থ গোল পেয়ে যায় রিয়াল। বাম দিক থেকে বক্সে ঢুকে ডান পায়ের প্লেসিং শটে গোল করেন এই ব্রাজিলিয়ান।

দ্বিতীয়ার্ধে ৬৮ ও ৮৩ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ভিনিসিয়ুস জুনিয়র। এ নিয়ে লিগে ১৭ গোল করলেন ভিনি। বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। এই জয়ে ৩৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮৪। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে রেলিগেশন নিশ্চিত হয়েছে লেভান্তের।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন