লেবাননফেরত ৩২ জন কারাগারে

মধ্যপ্রাচ্য ও ভিয়েতনামের পর এবার গ্রেফতার হলেন লেবাননফেরত ৩২ অভিবাসী শ্রমিক। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন নারীও রয়েছেন। কোয়ারেন্টিন শেষে তুরাগ থানার মামলায় সোমবার তাদের আদালতে তোলা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মধ্যপ্রাচ্য ও ভিয়েতনামফেরত ৩০২ অভিবাসী শ্রমিকের বিরুদ্ধে একই অভিযোগ তোলা হয়েছিল। তাদের বিরুদ্ধেও তুরাগ থানা পুলিশ ৫৪ ধারায় মামলা করেছিল। লেবাননফেরত অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধেও মামলা হয়েছে একই ধারায়। আজই তাদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে তুরাগ থানার ওসি মো. শফিউল্লাহ গণমাধ্যমকে বলেন, অপরাধের কথা এজাহারে লেখা আছে। এর আগেও একই অভিযোগে তিনশর বেশি অভিবাসী শ্রমিককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ৫ জুলাই কুয়েত, কাতার ও বাহরাইন থেকে আসা ২১৯ জনকে পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে জেলে পাঠান আদালত। পরের দফায় গত ১ সেপ্টেম্বর ভিয়েতনামফেরত ৮১ জনসহ মোট ৮৩ জনকে একই অভিযোগে জেলে পাঠানো হয়।

 

সূত্রঃ যুগান্তর