লেখাপড়া করাতে হলে ছেলে মেয়েদের শাসন করতে হবে: ওয়ালি আহাদ

বাঘা প্রতিনিধি:
লেখাপড়া করাতে হলে ছেলে মেয়েদের শাসন করতে হবে। শাসন না থাকলে একজন শিক্ষার্থী কখনো নিজের গন্তব্যে পৌছাতে পারে না। একজন ছাত্র যখন উমুক্তভাবে স্বাধীনভাবে চলাফেরা করে সে অবশ্যই অপরাধীদের সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নিজের লক্ষ্যে পৌছতে হলে শিক্ষক, অভিভাকের শাসন থাকতে হবে।

শনিবার সকাল ১০টায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের ১৫০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের দ্বিতীয় দিনের শিক্ষা বিষয়ক সেমিনারে পারমানবিক শক্তি কমিশনানের চীফ ইঞ্জিনিয়ার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ওয়ালি আহাদ এসব কথা বলেন।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, আড়ানী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাবাজ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসার ড. মো. সুলতান-উল-ইসলাম টিপু, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল লতিফ।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও আমেরিকা প্রবাসি আজিবর রহমান পাতা’র পরিচালনায় সভাপতিত্ব করেন আড়ানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশরাফ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করে ছায়া সভাপতি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সেফাত শাহরিয়ার পিয়াস।


অপর দিকে একই মঞ্চে বেলা ১২টায় বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সাত্তারের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের সংবধর্ণা অনুষ্টানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, কোন ছাত্র পেটের ক্ষুদা নিয়ে স্কুলে গেলে লেখাপড়া করা সম্ভব হয় না। পেটের ক্ষুদা মিটিয়ে স্কুলে যেতে হয়। তবে আগের দিন শেষ হয়ে গেছে। আওয়ামীলীগ সরকারের সময়ে কোন ছাত্র পেটের ক্ষুদা নিয়ে আর স্কুলে যায় না। তাই দেশ ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশে হিসেবে পৌঁছে গেছে। ২০৪১ সালের মধ্যে এদেশ উন্নত মধ্যম আয়ের দেশে পরিনত হবে। এছাড়া বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীর হাতে নতুন বই তুলেদিচ্ছেন।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র প্রফেসার মসলেম উদ্দিন, আবু হেনা মোস্তফা কামাল, বীর প্রতীক আজাদ আলী, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, প্রাপ্তন ছাত্র এডিসিএস এর পরিচালক প্রবীন্দ্রনাথ দোবে পলাশ প্রমুখ।

উল্লেখ্য, রাজশাহী শহর থেকে ৩৯ কিলোমিটার পূর্বদিকে এবং বাঘা উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার উত্তর দিকে বড়াল নদীর ধারে একটি মনোরম পরিবেশে ১৮৬৫ সালে প্রতিষ্টিত আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয় দুইদিন ব্যাপি ১৫০ বছর অনুষ্ঠান হয়।
স/শ