লুটপাটের জন্য ব্যাংক কোম্পানি সংশোধন : ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থ লুট করার উদ্দেশ্যেই সরকার ব্যাংক কোম্পানি আইন সংশোধন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত কর্মিসভায় ফখরুল এ অভিযোগ করেন।

কর্মিসভায় বিএনপি মহাসচিব বলেন, সরকার রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলায় ব্যর্থ হয়ে গুম-খুনের পাশাপাশি মামলা দিয়ে বিএনপি নেতাদের হয়রানি করার পথ বেছে নিয়েছে। দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দলের নবীন ও প্রবীণ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। সমালোচনা করেন ব্যাংক কোম্পানি আইন সংশোধনের।

 

বিএনপি নেতারা অভিযোগ করেন, উন্নয়নের নামে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে সে অর্থ বিদেশে পাচার করছেন আওয়ামী লীগ নেতারা।

 

সরকারের দুর্নীতির তথ্য প্রকাশ হতে শুরু করেছে মন্তব্য করে নেতারা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যেই এর প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁরা বলেন, বিএনপিকে নিয়েই জাতীয় নির্বাচন করতে হবে সরকারকে। তাঁরা বলেন, দেশকে গণতন্ত্রহীন করার সরকারের ষড়যন্ত্র জনগণ রুখে দেবে।

আজ বেসরকারি ব্যাংকে পারিবারিক প্রভাবের সুযোগ আরো বাড়িয়ে আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সচিবালয়ে বলেন, ‘ব্যাংক কোম্পানি আইনের ১৫ ধারার ১০ উপধারার সংশোধনীর অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। সংশোধন অনুযায়ী, এখন থেকে একই পরিবারের সর্বোচ্চ চারজন সদস্য ব্যাংক পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন। পরিচালকরা তিন বছর করে তিন মেয়াদে টানা নয় বছর দায়িত্ব পালন করতে পারবেন। মাঝে তিন বছরের বিরতি দিয়ে ফের নয় বছরের জন্য দায়িত্বে ফিরতে পারবেন তাঁরা।’

সূত্র: এনটিভি