লিলের বিপক্ষে নেই এমবাপ্পে, মেসিকে নিয়েও শঙ্কা

বৃহস্পতিবার অনুশীলনে দেখা যায়নি লিওনেল মেসিকে। শুক্রবার লিলের বিরুদ্ধে ম্যাচ পিএসজির। সেই ম্যাচে মেসিকে পাওয়া যাবে কি না তা এখনও স্পষ্ট নয়। খেলতে পারবেন না কিলিয়ান এমবাপ্পেও।

এমবাপ্পের নাক, কান, গলায় সংক্রমণ রয়েছে। সেই কারণে খেলতে পারবেন না ফরাসি স্ট্রাইকার। অনুশীলনে দেখা যায়নি মেসিকে। পিএসজি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করবেন তিনি।’ যদিও মেসির নাম নেওয়া হয়নি সেখানে। পিএসজি-র কোচ জানিয়েছেন মেসিকে খেলাবেন কি না তা এখনও ঠিক করেননি তিনি।

মরিসিয়ো পোচেতিনো বলেন, “সকালে ওর পেশিতে সমস্যা দেখা দেয়। তাই এককভাবে অনুশীলন করে ও। দেখা যাক ওকে দলে নেওয়া যায় কি না।”

বার্সেলোনা থেকে পিএসজি-তে আসার পর সময়টা খুব ভাল যায়নি মেসির। প্রথম কয়েকটা ম্যাচে গোল পাননি তিনি। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিনটি গোল করেন মেসি। লিলের বিরুদ্ধে পিএসজি পাবে না মার্কো ভেরাত্তি। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পিএসজি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন