লিটন মেয়র হলে তিনটি সরকারি বিদ্যালয় করা হবে: রেনী

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশিষ্ট সমাজেসেবী শাহীন আকতার রেনী বলেছেন, বর্তমানে রাজশাহীর প্রত্যকটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির আসন সীমিত। এজন্য অনেক মেধাবী শিক্ষার্থীরা সরকারি বিদ্যালয়ে লেখা পড়ার সুযোগ পায়না। আসন্ন রাসিক নির্বাচনে যদি নৌকার মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বিজয়ী হয় তাহলে রাজশাহী মহানগরীতে মেয়েদের জন্য দুইটি ও ছেলেদের জন্য একটিসহ মোট তিনটি সরকারি বিদ্যালয় গড়ে তোলা হবে।

শনিবার বিকেলে নগরীর ১ নং ওয়ার্ড কাঠালবাড়িয়া ও কাশিয়াডাঙা এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসানুজ্জামান লিটন,সদস্য মিনহাজ উদ্দিন মিন্টু, রবিউল ইসলাম রবি, আওয়ামীলীগ নেতা হাসানুজ্জামান টুকু,কুরবান আলী, হাজী গোলাম মোস্তফা, লাভলী বেগম, রুনা ইয়সমিন, রিনা প্রমুখ।

এরপর শাহীন আকতার রেনী ১ নং ওয়ার্ডের বিভিন্নস্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন ও গণসংযোগ করেন। অন্যদিকে সকালে নগরীর ১৩ নং ওয়ার্ডে ষষ্টিতলা এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল ও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় ওই এলাকার মানুষ শাহিন আকতার রেনীকে কাছে পেয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের সহযোগীতার আশ্বাস দেন।

স/অ