সোমবার , ৯ জুলাই ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লিটনের পক্ষে রাজশাহী মহানগর বঙ্গবন্ধু পরিষদের প্রচারাভিযান কর্মসূচী ঘোষণা

Paris
জুলাই ৯, ২০১৮ ৩:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচারাভিযানের সিদ্ধান্ত নিয়েছে মহানগর বঙ্গবন্ধু পরিষদ। আগামীকাল ১০ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত তারা নগরীর বিভিন্ন জায়গায় প্রচারণা কার্যক্রম চালাবেন বলে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। এছাড়া ২১-২৭ জুলাই পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে তৃণমূল পর্যায়ে প্রচারণা ও গণসংযোগ করবেন বলেও জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ১০ জুলাই বিকেল সাড়ে ৪টায় মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের গেট থেকে তারা প্রচারণা কার্যক্রম শুরু করবেন। এছাড়া ১১ জুলাই সকাল ১০টায় কোর্ট চত্বর ও বিকেল ৫টায় কোর্ট স্টেশন, ১২ জুলাই বিকেল ৫টায় লক্ষীপুর মোড়, ১৩ জুলাই দুপুর সাড়ে ১২টায় শাহ মখদুম দরগাহ শরীফ ও সন্ধ্যা ৬টায় নিউমার্কেট, ১৪ জুলাই সকাল ১০টায় সাহেব বাজার ও বিকেল ৫টায় উপশহর নিউমার্কেট, ১৫ জুলাই সকাল ১০টায় গণকপাড়া অলোকার মোড় ও বিকেল ৫টায় বিনোদপুর বাজার কাজলা, ১৬ জুলাই সকাল ১০টায় নওদাপাড়া-আমচত্বর ও বিকেল ৫টায় রেলগেট, স্টেডিয়াম মার্কেট, শালবাগান বাজারে প্রচারণা চালানো হবে।

এছাড়া ১৭ জুলাই সকাল ১০টায় আলুপট্টি ব্যাংক পাড়া ও বিকেল ৫টায় তালাইমারী মোড় থেকে ভদ্রা মোড়, ১৮ জুলাই সকাল ১০টায় সাহেব বাজার ও বিকেল ৫টায় পাওয়ার হাউস মোড় ও শিরোইল বিশ্ব গোডাউন, ১৯ জুলাই সকাল ১০টায় সাহেব বাজার ও বিকেল ৫টায় বিলসিমলা এবং মালদা কলোনী ও শেষ দিন ২০ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় সাহেব বাজার, মাস্টারপাড়া, মাছ পট্টি, মাংস পট্টিসহ আরডিএ মার্কেটে প্রচারণা চালানো হবে।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর