শুক্রবার , ১৩ জুলাই ২০১৮ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লিটনের পক্ষে প্রচারণায় ওয়ার্কার্স পার্টি

Paris
জুলাই ১৩, ২০১৮ ৯:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচার মিছিল ও ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালিয়ে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।

শুক্রবার (১৩ জুলাই) বিকেল ৫টায় ওয়ার্কার্স পার্টি ৪ ওয়ার্ডের উদ্যোগে প্রচার মিছিল করা হয়। মিছিলে নেতৃত্বে দেন ওয়ার্কার্স পার্টির রাজপাড়া থানা সম্পাদক আব্দুল মতিন, নগর কমিটির সদস্য মনিরুদ্দিন পান্না, ৪নং ওয়ার্ড সভাপতি সমন্ত কুমার ঘোষ মাসেন, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, ওয়ার্ড নেতা মুকুল মাস্টার, ফুল মিয়া প্রমুখ।

বিকেল ৬টায় ওয়ার্কার্স পার্টি ২৫ নং ওয়ার্ডের উদ্যোগে এক প্রচার মিছিল বের হয়। মিছিলট রাণিনগর সিটি হাসাপাতালের সামনে থেকে শুরু হয়ে তালাইমারী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদকম-লীর সদস্য এ্যাড. এন্তাজুল হক বাবু, ২৫ নং ওয়ার্ড সভাপতি বাপ্পি, যুবনেতা জনি প্রমুখ।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২৪ নং ওয়ার্ডের উদ্যোগে প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর হাদিরমোড় থেকে শুরু হয়ে তালাইমারী গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, বোয়ালিয়া থানা ভারপ্রাপ্ত সম্পাদক সিতানাথ বণিক, ওয়ার্ড সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মইদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ডে ওয়ার্ড নেতৃবৃন্দরা নৌকার পক্ষে প্রচারণা চালায়।

স/অ

সর্বশেষ - সব খবর

আপনার জন্য নির্বাচিত