লিটনকে বিজয়ের লক্ষ্যে গোদাগাড়ীতে ছাত্রলীগের শপথ

গোদাগাড়ী প্রতিনিধি:
আগামী ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ উপলক্ষ্যে প্রচার প্রচারণা তুঙ্গে রয়েছে।  আওয়ামীলীগের প্রার্থী ও জাতীয় শহিদ নেতার সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটককে বিজয়ী করার জন্য রাজশাহীর এমপিরাও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।  এমপিদের আচরণ বিধি লংঙ্ঘনের কারণে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালতে পারবে না তাই আপন আপন সংসদীয় আসনে প্রচার চালাচ্ছে এবং বিভিন্ন সহযোগী সংগঠনকে একত্রিত করে রাজশাহী শহরে গিয়ে আপন আপন আত্মীয় স্বজনদের ভোট প্রদান ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

সোমবার বেলা ১১ টায় গোদাগাড়ী উপজেলা অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ পারভেজ মোশারফ বাবুর সভাপতিত্বে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি সুসংগঠিত দল তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে যেকান কাজ হাসিল করা সম্ভব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।  এর আগে আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় চার নেতার মধ্যে অন্যতম নেতা মোঃ কামারুজ্জামানের সন্তান খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে নির্বাচনী জয়ী করতে হবে।  লিটন জিতলে শেখ হাসিনার বিজয় হবে সমগ্র রাজশাহীর উন্নয়ন হবে তাই লিটনকে বিজয়ী করার জন্য গোদাগাড়ীর ছাত্রলীগকে রাজশাহী শহরে গিয়ে নৌকার ভোট প্রার্থনা  ও রাজশাহী শহরে আপন আপন আত্মীয় স্বজনদের নৌকায় ভোট দিতে আহ্বায়ান জানান।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরব আলী, পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহসহ বিভিন্ন প্রান্ত হতে আগত প্রায় দেড় হাজারের অধিক ছাত্রলীগের নেতাকর্মী।

স/শ