লাল কার্ড দেখালেন রেফারি, তেড়ে গেলেন মিশরীয় কোচ

আফ্রিকান নেশন্স কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক ক্যামেরুন ও রেকর্ড সাত বারের চ্যাম্পিয়ন মিশর। ফাইনালে যাওয়ার পথে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আক্রমণ পালটা আক্রমণে চলা ম্যাচে আলাদাভাবে নজর কেড়েছেন মিশরের কোচ কার্লোস কুইরেস। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে বার বার টাচ লাইনের কাছে গিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন।

প্রথমার্ধে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্কও করেছিলেন তাকে।

kalerkantho

ম্যাচের তখন ৯০ মিনিট, অতিরিক্ত সময়ে গড়ানোর পথে খেলা। ঠিক তখন মিশরে রামাদান সবি ও ক্যামেরুনের নুহো কথার লড়াইয়ে জড়ান। সে সময় টাচ লাইনের কাছে দাঁড়িয়ে হাত নাড়িয়ে রেফারির উদ্দেশ্যে কিছু একটা বলছিলেন কার্লোস কুইরেস। মাঝ মাঠ থেকে দৌড়ে এসে দ্বিতীয় বার হলুদ কার্ড দেখানোর পর লাল কার্ড দেখান মিশরীয় কোচকে। এই সিদ্ধান্ত মানতে না পেরে রেফারির উদ্দেশ্যে তেড়ে যাওয়ার চেষ্টা করলেও সহকারী কোচ এসে তাকে আটকান।

এই রিপোর্ট লেখা অব্দি নির্ধারিত নব্বই মিনিট গোল শূণ্য থাকায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

 

সূত্রঃ কালের কণ্ঠ