মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০১৭ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালাখালে চোরাবালিতে ২ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

Paris
ফেব্রুয়ারি ৭, ২০১৭ ১০:২৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটে জৈন্তাপুর উপজেলার লালাখালে চোরাবালিতে ডুবে মারা গেছেন দুই পর্যটক। নিহতরা কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।

নিহতরা হলেন হাসান মো. সাঈদ (২৫) ও ইসহাক ইব্রাহিম শশী (২৫)। আজ মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির জানান, ওই মেডিকেল কলেজের পাঁচ-ছয়জন শিক্ষার্থী মঙ্গলবার বিকেলে লালাখাল বেড়াতে এসেছিলেন। লালাখালে মিস্ত্রিঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে ডুবে যান সাঈদ। তাঁকে উদ্ধার করতে গিয়ে শশীও তলিয়ে যান চোরাবালিতে। সন্ধ্যার দিকে এলাকাবাসীর সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়। পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

ওসি শফিউল জানান, সাঈদের বাড়ি ঢাকা ও ইসহাকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। উভয়ের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

লালাখাল পান্না সবুজ জলের জন্য বিখ্যাত। ওই নদীতে ঘুরে বেড়ানো পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে লালাখালে নদীতে সাঁতার কাটতে গিয়ে ও চোরাবালিতে আটকে আগেও একাধিক পর্যটক প্রাণ হারিয়েছেন।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়