বুধবার , ২২ মে ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

Paris
মে ২২, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি :

নাটোরের লালপুরে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগার।

মঙ্গলবার (২১ মে২০২৪) রাত ১১.৪৫ মিনিটে নাটোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা  মাছুদুর রহমান এ ফলাফল ঘোষণা  করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানাযায় উপজেলা পরিষদ নির্বাচনে ৮৪ টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এর পর গণনা শেষে একে একে প্রতিটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ মার্কা প্রতীকে ৩০,৫১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দীনের সন্তান লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ সাগর।

তার নিকটতম প্রতিদ্বন্দী লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু দোয়াত কলম মার্কা প্রতীকে পেয়েছেন ২৬,৯৯৭ ভোট। লালপুরে মোট ভোটার সংখ্যা ২লাখ ৩৮হাজার ৮৪৪জন।

এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৩৮৬ জন, মহিলা ভোটার ১লাখ ১৮ হাজার ৪৫৬জন ও তৃতীয় লিঙ্গের ২জন ভোটার রয়েছে। মোট ভোট পড়েছে ৪৫শতাংশ।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীকে ৫০,৬১৫ ভোট পেয়ে  তৌহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিলিং ফ্যান মার্কা প্রতীকে ৪০,৮০৯ ভোট পেয়ে মাহাফুজা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ - রাজশাহীর খবর