বৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুরে ১০ ইউপিতে ২১ জনের  মনোনয়ন প্রত্যহার 

Paris
নভেম্বর ১১, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:
তৃতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ সাধারণ  নির্বাচন।বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়ন প্রত‍্যাহারের শেষ দিন পযর্ন্ত উপজেলার ১০টি ইউনিয়নে মনোনয়ন প্রত‍্যাহার করেছেন চেয়ারম্যান পদে ০৮ জন, সদস্য পদে ১২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ০১জন।
উপজেলার ১০টি ইউনিয়নের মনোনয়ন প্রত‍্যাহার করেছেন চেয়ারম্যান পদে ০৮ জন প্রার্থীরা  ১নং লালপুর ইউপিতে তৌহিদুল ইসলাম বাঘা,২ নং ঈশ্বরদী ইউপিতে শফিকুল ইসলাম স্বপন,৬নং দুয়ারিয়া ইউপিতে শরিফুল ইসলাম সরকার,৮নং দুড়দুড়িয়া ইউপিতে ইদ্রিস আলী,আব্দুল লতিফ, ৯ নংএবি ইউপিতে ইউসুফ আলী,১০ নং কদিমচিলান ইউপিতে আব্দুল মান্নান,আবুল কাশেম সরকার।
১০টি ইউনিয়নের সদস্য পদে মনোনয়ন প্রত‍্যাহার করেছেন ১২ জন: ১ নং লালপুর ইউপিতে ০৩ জন, ৩ নং চংধুপইল ইউপিতে ০২ জন , ৪ নং আড়বাব ইউপিতে ০১ জন, ৫ নং বিলমাড়িয়া ইউপিতে ০২জন, ৬ নং দুয়ারিয়া ইউপিতে ০২জন ,৮ নং দুড়দুড়িয়া ইউপিতে ০১ জন,১০ নং কদিমচিলান ইউপিতে ০১ জন।
১০টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন প্রত‍্যাহার করেছেন ০১ জন, ১০ নং কদিমচিলান ইউপিতে ০১ জন।
এবিষয়ে লালপুর উপজেলা নিবার্চন কর্মকর্তা হাসিব বিন শাহাব জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। এরই মধ্যে নিবার্চনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২রা নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহার ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর ও নিবার্চন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।
জেএ/এফ

সর্বশেষ - রাজশাহীর খবর