লালপুরে সরকারিভাবে বরাদ্দকৃত চাল বিতরণ

লালপুর প্রতিনিধি:
করোনা ভাইরাসের কারনে নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের উপার্জন বন্ধ হয়ে যাওয়া স্বল্প আয়ের ১ শত ১০ জন মানুষের মাঝে সরকারীভাবে বরাদ্দকৃত চাউল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনজুরুল ইসলাম, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, ফজলুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য বৃন্দ।

স্বল্প আয়ের মানুষের মধ্যে ছিল নাপতি, ভ্যান চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও হতদরিদ্র নারী-পুরুষ।

এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের পাশাপাশি জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা মেনে চলার আহবান জানান।

স/অ