লালপুরে সন্ত্রাস,জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধে বিশেষ সভা

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে লালপুর উপজেলা প্রসাশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধে করনীয় সম্পর্কিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

 
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলমের সঞ্চালনায় বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদ।

 
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম।

 
আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাজদার রহমান, টিপু সুলতান, ইউপি চেয়ারম্যান আবু আল বেলাল, মিজানুর রহমান মিন্ট,ু গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, আব্দুলপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক টিপু সুলতান, উপজেলা হিন্দু, বোদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন ভদ্র, টিটিয়া জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সাত্তার, বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শাহাবাজ উদ্দিন, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 
সভায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধের জন্য শপথ বাক্য পাঠ করা হয় এবং বিশেষ দোয়া করা হয় ।
স/শ