বুধবার , ১৪ ডিসেম্বর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুরে রিভলবার ও গুলিসহ আটক ৭

Paris
ডিসেম্বর ১৪, ২০১৬ ৫:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ও লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে র‌্যাব ও পুলিশের পৃথক দু’টি অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্রসহ, ৭ রাউন্ড তাজা গুলি, ৩ টি ব্যবহৃত গুলি ও ২টি মোটর সাইকেলসহ ৭ জনকে  গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার রামকৃঞ্চপুর চিনিবটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দুটি মোটর সাইকেলও জব্দকরা হয়েছে।

 

আটককৃতরা হচ্ছে, লালপুর উপজেলার বিরোপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে আরিফুল ইসলাম (২২), একই এলাকার জমির উদ্দিনের ছেলে জনি (২০), দুলাল ইসলামের ছেলে সুমন হোসেন (২৫), আজাদুল ইসলামের ছেলে জীবন হোসেন (১৮), সোনা মিয়ার ছেলে শিমুল হোসেন (১৯) এবং উপজেলার মোহরকয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিন হোসেন (১৯)।

unnamed456456-copy
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ সিল্কসিটি নিউজকে জানান, সন্ত্রাসী কর্মকান্ডের উদ্যেশ্যে বুধবার দুপুরে একদল যুবক উপজেলার রামকৃঞ্চপুর চিনির বটতলা এলাকায় জড়ো হয়। এসময় খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২টি বিদেশী রিভলবার ৫ রাউন্ড গুলিসহ ৬ জনকে আটক করে। তবে আটককৃতরা সরকার দলীয় সমর্থক বলে জানান ওসি।

 

এঘটনায় লালপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

অপর দিকে, মঙ্গলবার সন্ধায় র‌্যাব-৫ এর একটি দল উপজেলার মঞ্জিলপুকুর কলেজ এলাকায় অভিযান চালিয়ে ২ রাউন্ড তাজা গুলি ও ১টি রিভলবারসহ মোমিনপুর গ্রামের নজের মন্ডলের ছেলে আসলাম (৩০) কে গ্রেফতার করে।

মধ্য রাতে অস্ত্র ও গুলিসহ আসামীকে লালপুর থানায় হস্তান্তর করে র‌্যাব।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর