লালপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালপুর প্রতিনিধি:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, মাছের পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভা করেছে লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। দুপুরে র‌্যালি বৃহস্পতিবার শেষে উপজেলা বিআরডিবি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ। বক্তব্য দেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ, সফল মৎস্য চাষি আব্দুল মান্নান প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আব্দুস সাত্তার হিরুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক. মৎস চাষী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার লালপুর সদর ইউনিয়নের সোলাইমান হোসেন রিপন, চংধুপইল ইউপির শরিফুল ইসলাম, আড়বাব ইউপির আলাউল হোসেন, দুড়দুড়িয়া ইউপির ইসমাইল হোসেন ও এবি ইউপির আঃ হান্নান মালিথাসহ ৫ জন সফল মৎস্য চাষিদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।

এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

স/শ